।।বাক্ ১২৫।। শুভ আঢ্য।।



চিত্রঋণ : Clive Gardiner


ম্যাড মঙ্ক 

প্রাণের বাইরে বসে আছি, ওই নদীটির ধারে
বসে আছি জলে, ঝাপটানো বুলেটের মাঝে
তোমাদের কথার পিছে সায় ছিল, তোমাদের মেহেদি
ফুলের মত কেক, ওহ ইউসুপোভ... 
আর কেকাধ্বনি আর যা কিছু রঙিন কাফেলার মত, 
তার ভেতর সায় যেন ছিল বাড়িঘর হয়ে আমার...
প্রাণের বাইরে অথচ মৃত্যুর ভেতর নয়, বসে থাকা
শুধুই যন্ত্রের মত, ধর্মের মত, স্থির
তোমাদের ষড়রস থেকে ওই যন্ত্র হয়েছে, যৌগতা
তোমাদের সেই মৌলে বসল খানিক...
ওহ যন্ত্রণা, ওহ সেই বুলেটের বিলি, লোহার সঠিক
আঙুলে বেজে ওঠে পিঠে, পিয়ানোরিডের মত
কালোসাদা, খুব বেজে ওঠে চোখের ভেতর সেই দিন
ইউসুপোভ, শোনো... মর্মের অধিক এই সুর, ভয়ানক
বসে আছি, প্রাণের গোপনে, মৃত্যুকে অধিক
গোপনীয়ভাবে কার্পেটে মুড়ে বসে থাকা আমার
বিকৃত সন্ন্যাসী আমি, শুধুই জলের ভেতর ফুটে ওঠা
ঝাঁপানো বুলেটের মাঝে, নারীদের যোনির ভেতর জেগে ওঠা
অপ্রকৃতস্থ মৃতদেহ আমার... লাম্পট্য নিয়ে বসে থাকা
জলের ভেতর হে অন্ধকার, হে মৃত্যুমাফিক মুক্তি
আমাকে জাগাও, অধর্মে জাগাও, ওই নদীতটে...
জাগাও হে


সেই পতনের গান, সুর সেই উরাল পাহাড় থেকে
নীচে পড়ে, পড়ে সেই সাতজন, তাদের সাংখ্যমান নেই
এই যেন গাছে গাছে ভবিষ্যৎ আঁকাহল, অসীম রোমানভের
সেই সুর, সেই পেডিগ্রির কাঠের পুতুলে পেরেক
ঠুকছি আমি রাসপুতিন, আমার ভেতর অধর্ম আর
লালসায় পোড়া মুখ... দেখো রোমানভ, তোমাদের
প্রতিটি নারীর ভেতর আছি আমি, যথেষ্ট পরিমাণ
পটাসিয়াম হয়ে তাদের বারমুডা ট্র‍্যাঙ্গেলে, অথচ জার
নেই, ফুল নেই, শুধুই অনন্ত কূয়োর দিকে পড়ে যাওয়া
আছে তাদের সাতজন, সেই ১৯১৬'য় আমার হাসি
পাচ্ছে, সেই ১৯১৬'য় আমি চূড়ান্ত হেসে উঠছি
দাড়ির ভেতর, আমার চোখের ভেতর হে রোমানভ, 
তোমাদের অন্তিম রাজপুর তলিয়ে চলেছে
আর সেই পতনের গান, বাজছে উরাল পাহাড়ে
সেই সাত সুর শুধুই মৃতদেহ হয়ে, মহান রোমানভ

কথা নয়, কথকতা হোক, এই অ্যাসফল্ট পেরোনো পথে
তোমাদের মতো করে থুতু কেউ তো ছোঁড়েনি
কেউ তো ছোঁড়েনি মালাউন উপকূল থেকে আসা
নারী, আসেনি কেউই... আমি রাসপুতিন, অন্ধকারে
দেখি আমাদের ধর্মের গায়ে যৌনতার ষাঁড়াষাঁড়ি বান
দেখি চূড়ান্ত সম্ভোগ শেষে পড়ে আছেন তোমাদের ঈশ্বর

তোমাদের ইহকাল দেখি, তোমাদের পরকালও
দেখি টোম্যাটোর মতো লাল, আর কচকচে, তোমাদের
রাশিয়ান নারীকে খাওয়া যায়, দেখি তাদের কঙ্কালসার
দেহ ওই উরাল পাহাড়ের গুহায় পড়ে আছে, অদ্ভুত
শীতলতা সেথায়... হানি মহানিদ্রা... উফ ওই চিরকালীন
ছবি, সিল্যুয়েটে লিঙ্গ দেখা হয়, দেখা যায় আমার লালসা
খুলে রেখে মেয়েগুলো আমাকে দিচ্ছে তাদের
ডানস্তনের লজ্জা, আমার লবজ বন্ধ, রাসপুতিন আমি
অন্ধকারে শুধুই থুতু খুঁজি, খুঁজি সেই অ্যাসফল্ট
যেখানে হিমোগ্লোবিন আমার, কেউ তো দেখেনি

তোমাদের ইহকাল পরকাল পায়ের মাঝে দোলে
তোমাদের ঈশ্বর অধার্মিক, তার শুভ হোক, আমি চাই
তোমাদের মেয়েরা শুধু তোমাদের জন্যই প্রার্থনা করুক



No comments:

Post a Comment