।। বাক্ ১২৫ ।। অন্যভাষার কবিতা ।। লেনোরে কেন্ডেলের কবিতা।। অনুবাদ শৌনক সরকার ।।

















কবি পরিচিতিঃ কবি লেনোরে কেন্ডেলের জন্ম ১৯৩২ এ, তিনি প্রথমদিকে নিউ ইয়র্কে থাকলেও    ১৯৬০ এরদিকে স্যান ফ্র্যানসিসকো চলে যান। তার প্রথম বই “দ্য লাভ বুক” অশ্লীলতার দায়ে স্যান ফ্র্যানসিসকো থেকে বাজেয়াপ্ত করা হয় ১৯৬৬ সালে। বিট জেনারেশনে যখন পুরুষ কবিদের রমরমা, সেইসময় লেনোরে কেন্ডেল হলেন ঝোড়ো হাওয়া, একজন মহিলা বিট কবি হিসেবে, তার কাছে যৌনতা হল আধ্যাত্মিকতার রূপ, যা বারবার তাঁর কবিতায় পেয়েছি, তাঁর কথা অনুযায়ী- “ কবিতা আমাদের মাথা নিচু করে মেনে নিতে শেখায় না, বরং যা দৃশ্যমান তার অনুবাদকের কাজ করে কবিতা, উপলব্ধির বহিঃপ্রকাশ হল কবিতা আর তাই যা দৃশ্যমান যেদিন থেকে মাথা নিচু করে মেনে নিতে শুরু করবে, তুমি অন্ধ ভগবান হয়েই রয়ে যাবে”, ২০০৯ সালে তিনি ক্যান্সারে মারা যান।












।।ভালোবেসে গাঁড় মারি।। লেনোরে ক্যান্ডেল।। অনুবাদ: শৌনক সরকার।।



ভালোবেসে গাঁড় মারি ,ভালোবাসি উষ্ণতার বন‍্য প্রকাশকে আদর করি এইভাবে
আমার গোপনীয়তা সব বাঁধনহীন হয়ে পড়ে তোমার কাছে,
কোনো ওজর না মেনে তারা বেড়িয়ে আসতে চায়
তোমার মুখ থেকে,আমি দিশেহারা হয়েও রয়ে যাই ,বিস্মৃতি অতলে ক্রমশ পুড়ে যাই


মুখ কখনো ছুঁয়ে থাকে মুখ
বোঁটা  ছুঁয়ে থাকে বোঁটা
আর আমরা তখনো এক অপার্থিব শক্তির মাঝে ভেসে চলি ,এক অদ্ভুত অজানা টানে

যার জেরে দুদিন পরেও
আমি তোমার ্যাদা ঝরা বাঁড়াকে আষ্টেপৃষ্ঠে
জড়িয়ে থাকতাম
এক অদ্ভুত অজানা অপার্থিব টানে

আমরা গতিহীন ভাবে কাটাই মুহূর্ত , বাঁধনহীন ভাবে কাটাই মুহূর্ত ,মিল অন্তমিলের বৃত্তটা সম্পূর্ণ করতে চাইনি কখনো। 

আমরা ভালোবেসে পাশাপাশি শুয়ে থাকি,
তোমার গ্রীবা কামড়ে আদর করি যেখানে লেগে থাকা কামের গন্ধ আমি ভালোবেসে স্পর্শ করি

কামুক রাত পরীরা জেগে ওঠে,কামক্ষিদে মেটাতে চায় তারাদের গাঁড় মেরে ,
কামোচ্ছ্বাস ধরা পড়ে তাদের গলায়,এক অতৃপ্ত ভঙ্গিতে তারা তাদের  স্বর্গীয় সুখ জানায়

কামুক ধুমকেতুরাও যেন জেগে ওঠে ,ধাক্কা খায় অপার্থিব কোনো বস্তুর সাথে,
উভকামী দেবদেবীরাও যেন জেগে ওঠে, ধুমকেতূর সঙ্গে মিলিত হয় অজানা কোনো টানে
চেঁচিয়ে ওঠে তারা,চেঁচিয়ে ওঠে অপার্থিব কামউল্লাসে

আমরা তাও শুয়ে থাকি,পুড়তে থাকে শরীর ভিজতে থাকে  , কাঁদতে থাকি আমরা , কেঁদেই চলি অনবরত,যেভাবে সাধুসন্তরা কেঁদে চলে তাদের ভগবানের সামনে ।

তোমার শরীরের প্রতিটি কোণকে  আমি ভালোবাসার কথা বলেছি গোপনে যেমন তুমি  বলো

আমার শরীর যেন যোনিদ্বারে পরিবর্তিত হয়েছে,আমার পা,আমার হাত ,বুক সবটা জুড়ে তুমি ,আমাকে সম্ভোগ করে চলেছ তুমি  জিভ দিয়ে,
তোমার শব্দরা যেন আকর্ষণ করছে আমায়,তোমার উপস্থিতি যেন আমাকে অপার্থিব কামসুখ দিচ্ছে ,আমরা শুয়ে আছি যেন কোনো মহাজাগতিক টানে ,
রাত হলে যেন আমাদের শরীরকে জ্বলে উঠতে দেখা যায়

2 comments:

  1. Nano Titanium By babyliss pro-g-tech g-tech g-tech g
    Nano Titanium By babyliss pro-g-tech g-tech g-tech g-tech g-tech gaggia titanium g-tech g-tech g-tech g-tech g-tech g-tech g-tech titanium bikes g-tech remmington titanium g-tech g-tech g-tech g-tech g-tech g-tech g-tech g-tech g-tech g-tech rainbow titanium g-tech g-tech citizen eco drive titanium watch g-tech- g-tech-

    ReplyDelete