![]() |
চিত্রঋণ : বসন্ত জানা |
কথা
বলা পুকুর
কথা বলা পুকুরের কাছে
প্রতিবেশী
মুখরতা
বাঘের থাবা
গুনে আসে,
শুকনো গাছ,
উপভোক্তাদের খামার ঘর ছেড়ে
লু লেগে হতাশ
তার আমোদী আস্বাদ,
সংলাপ পিপাসার
তীব্র পাড়াভূমে
ঢি ঢি পড়বে
জেনেও
নির্ঘাৎ প্রহরে
ঘটে অলীক শব্দ-পান।
কথা বলা পুকুর অভিসন্ধিময়,
ব্রতকথা সেরে
ফেলে সে ও তাহারা
যথারীতি বদলে
নেবে ক্লান্ত ইতিহাসযান
বুদবুদে লিখে
যাবে গুল্ম পদাবলী
ঘোলা জলে কারা
কেন
ভেঙেছিল
শামুকের খোল,
পল্লির জং ধরা
সুখ দুখুমিঞা,
অসময়ে ভেসে
যাওয়া রিবনের লাল,
ফুলে ওঠা
বিবিজান সফেদ শরীরে,
বাসন ধোওয়ার
গল্পে লেগে থাকা
তেলচিটে বাসনা
বিলাপ,
প্রতিদিন হেরে
যাওয়া
প্রতিরাতে জেগে
ওঠা নীলিমা মোচ্ছবে
বিহ্বল হলাম। বড়ো ভালো লাগল কবি।
ReplyDelete