।। বাক্ ১২৫ ।। দয়িতা সরকার ।।



















 শুরু থেকে শেষ



দোতলার জানালা টপকেই বাইরে বেগুনী মেঘ
২ টো বাড়ির পর মৃতপ্রায় আধ-খাওয়া কুলগাছ
চারিদিকে সালোকসংশ্লেষের বড্ড অভাব মনে হয় দেখে
‘বেঁচে থাকার দুর্বলতা শুধু’ বাঁচিয়ে রেখেছে আর কিছু নয়,
হৃদপিণ্ডের দাপাদাপি বন্ধ হলে
এভাবেই বিগত ৪ দিন দুর্দান্তের শহরে
ঘুরতে এসে  সময় পরিয়ে নিচ্ছি
আর ২ সপ্তাহ হয়ত বসে যেতে হবে
হাল্কা প্রেম ঘুম এনে দেয়,শহরের শরীর ভারি হয়ে এলে আমি পর্দা টেনে থুই

থেকে থেকে মনে হয়
আমারও একটা অ্যাকোয়ারিয়াম চাই
গুণে গুণে আমি মাছেদের অক্সিজেন দেবো-
খাবার দেবো ‘হাজার’-
মরে গেলেই  ‘SURVIVAL OF THE FITTEST’

তারিখ মনে নেই “যবে অ্যাকোয়ারিয়াম বদ্ধ হলাম
বারবার কে আমায় জালে তুলে
এক কাঁচের  হলুদ-নীল বাষ্প থেকে ধার দেওয়া জলে ফেলে দিচ্ছে,
আমি-
আমি মানিয়ে নিতে চাইছি, অভ্যাসে দাড়িয়ে যাওয়ারই কথা
‘এবার একা ছেড়ে দাও অসহ্য লাগছে’ ।


No comments:

Post a Comment