চিত্রঋণ : Denis Sarazhin |
টান
অলৌকিক নীল জলাশয়ে
কত বিস্ময়ের পদ্ম ফুটে আছে
আনন্দের মৌমাছিগুলি উড়ছে
জেগে উঠছি আমিও তাদের রংধনু ডানার কম্পনে
ওগো মেঘ, দাঁড়াও
বৃষ্টির ফোঁটায় যে রোদের চুমু লেগে আছে
হরিণের শিঙে যে আকাঙ্ক্ষার গান
লেবুবন থেকে গন্ধ এসে ফেলে যায় শ্বাস
যাব তার কাছে
অন্ধ হয়ে যাবার আগে যতটুকু যাওয়া যায়
যতটুকু লুকোনো আলোয়
নিজেকে দেখা যায় নিজের মতোই
পদ্মগুলি নারীর মুখ হয়ে ফোটে
নীল জলাশয় আমাদেরই প্রিয় শহর
ঘৃণা
এত ধোঁয়া নিয়ে জীবন পার করা যায় ?
জানালাগুলি তাকিয়ে থাকে
আর বাতাসে এত কার্বন
ফুসফুস বন্ধ হয়ে আসে
এখানে কোনও দিন নেই
রাত নেই
অন্ধদেবতারা রাজ্য চালায়
এগলি সেগলি ঘুরে
শুধু মৃত্যুর সঙ্গে দেখা
তোমাদের খুব হাসি পেলেও
আমাদের কিছুই করার নেই —
আমাদের ঘোড়া নেই
একটা যুগ দৌড়ে দৌড়ে পেরিয়ে যাব ?
সব তেতো হয়ে গেছে
উল্টে দিয়েছি সরবতের গ্লাসও
No comments:
Post a Comment