চিত্রঋণ : Steve Houston |
শীতান্তে মার খাওয়া
সাবজেক্টরা
১.
সমকক্ষে চকচকে চাকু।
অর্গ্যাজমের মত
হিঁচকায় ফলা। মাটি
দাপাতে দাপাতে
সরে সরে যায়- হাঁ করে
একে একে বেড়িয়ে আসে
কালো ডানাওয়ালা মানুষ।
২.
ফুটফুটে ধুনকিতে টলে
যায় ডাইস
কৌটো নাড়ায়। ছয় থেকে
পুট।
তূণ খুঁজে আনে
বিন্দুকে ছ্যাঁদা করা
তীর
৩.
ঝুটমুট হেসে
কাঁঁচবাক্সে মাছের সংসার
ছাঁটা গাছের ভিড়
চুমুপ্রদেশে আজানু
লেহন; ঘুমের মধ্যে
দেরাজ খুলে যায়- নদী
উপচে আসে
পায়ের আড় ভেঙে গেলে
জুঁইফুলি গন্ধ
ঝোঁকে।শোঁকে।
গন্ধ ছুঁড়ে ফ্যালে
বেসিনে
৪.
গুটিবুক ফুটে প্রজাপতি
ওড়ে
খসে পড়ে পৃথিবীর সমস্ত
পেরেক
ফটোকেসে চিড়ফাট
মোনোকালার পোলকা ডটসে
হোঁচট
খোসা ছাড়ানো মানুষ
জলঘেঁষে বসে
হাতে ঈষৎ নিম ও
মাটিচাপা রঙিন মূল
No comments:
Post a Comment