![]() |
চিত্রঋণ : Claude Monet |
চোরাবালি
স্রোতের মুখে দাঁড়িয়ে
পদ্মা পাড়ি দিবার স্বপ্ন
পদ্মা পাড়ি দিবার স্বপ্ন
বান আসুক নদীতে
হেঁটেই পাড়ি দিবো
হেঁটেই পাড়ি দিবো
পা ফেলেই দেখি
চোরাবালি !
চোরাবালি !
হাইব্রিড
খুব শীঘ্রই ফল চাই
এজন্য গাছের এতো যত্ন
যত পারসারদেও
এজন্য গাছের এতো যত্ন
যত পারসারদেও
ফল বিক্রির মৌসুম এখন
বাজারে অনেক ভীড়
বাজারে অনেক ভীড়
রং এবং গন্ধে মন ভরে
না জানি কি !
ভীর ঠেলে কাছে যাই
দেখি আঙ্গুরগুলো হাইব্রিড।
দেখি আঙ্গুরগুলো হাইব্রিড।
স্বপ্নবুকে
দেয়ালে পিঠ ঠেকেছে
তাই দেয়াল ডিঙ্গানো শিখেছি
তাই দেয়াল ডিঙ্গানো শিখেছি
'লালটুকটুকেস্বপ্ন' বুকে
এই ছোট্ট শহরে বসবাস।
এই ছোট্ট শহরে বসবাস।
কংক্রিটের প্রাচীর ভেঙে
এই মাটির গর্ভে
এই মাটির গর্ভে
চাষ করবো
সবুজ- শ্যামলঘাস।
সবুজ- শ্যামলঘাস।
পোষাবিড়াল
পোষা বিড়ালটা আমাদের
মাছভাজা খায় লুকিয়ে
নিমন্ত্রণ করে নিয়ে আসে
পাশের বাসার বন্ধু বিড়ালকে
মাছভাজা খায় লুকিয়ে
নিমন্ত্রণ করে নিয়ে আসে
পাশের বাসার বন্ধু বিড়ালকে
ওরা বুঝেনা
ইলিশ আমাদের জাতীয়মাছ।
ইলিশ আমাদের জাতীয়মাছ।
ঋতুবদলশেষে
ক্ষেতগুলো লাঙলের অপেক্ষায়সহবাস চায়।
বর্ষার পানি নেমে গেছে
ঋতুবদল শেষে কি যে উত্তেজনা!
কৃষক আবার লাঙল নিয়ে ফিরবে ক্ষেতে
হাত-পায়ে তাঁর কাদামাটির গন্ধ ছড়াবে।
কৃষাণী ও প্রস্তুত!
কৃষককে সঙ্গ দিবে।
বেড়াভাঙাঘর
বাড়িতে ডাকাত পড়েছে
পাশের রুমে ছেলে-মেয়ে ও সুন্দরীরমণী
ফেসবুকে স্ট্যাটাসের ঝড়
প্রতিরোধ করতেই হবে
বেড়াভাঙাঘর
দরজায় খিল দিয়ে দেখে
একি?
ঘরমধ্যে নিজেই বন্দি।
বাড়িরপথ
এ পথ আমাকে বারবার দেখেছে
কাদা-বালিচোখে
কখনো বৃষ্টি ও বর্ষায়
মুছে দিয়ে গেছে পায়ের সবচিহ্ন।
আবারো দেখেছে আমাকে
পায়ে পায়ে হেঁটে
এ পথ কখনো ভুলতে পারবেনা আমাকে
সবুজের বুকে সাদামন।
কালাকাউয়া
শুকুনেরা অনেক দূর থেকেও
মৃত গরুর গন্ধ পায়
কাউয়াগুলো কাকা ডাকে।
গেরস্তর একটি মাত্রগরু
মরে আছে নদীচরে।
আজকাল শুকুনগুলো দেখিনা
কাউয়াগুলো ডাকে
গেরস্তর যত্নেগড়া মন ভাঙে।
No comments:
Post a Comment