চিত্রঋণ : Noel Coward |
দানসত্র
আমি যে প্রান্তরেই যাই
একটা কাক এসে সামনে
দাঁড়ায়
আমি তাকে হবিষ্যান্ন
দিই
ওর গা ফুঁড়ে ভেসে ওঠে
সারি সারি রজনীগন্ধা।
আমার এক হাত দূরে
দাঁড়িয়াবান্ধার মাঠ
তার ওপারে পৃথিবীর সব
কাক;
আমাকে কই মাছের কালিয়া
দে
গুড়ের পায়েস, তেলচিটে
চাদর দে
আমি শিউরে উঠি, ওরা বলে
কী!
আজন্ম ভীরু আমি
ফর্দ-ফিরিস্তি কিংবা
দাবিদাওয়ায় আমি নেই
কিন্তু ওরা বলেই
যাচ্ছে,
অ আ ক খ দে, ঘাস-বিচালি
দে, চিলেকোঠা দে...
ডেটল এনেছিস? ডেটল? কাটা
পা-হাত ধুইয়ে দে।
আমি খাতা খুলে বসি
আমার সব অক্ষর কাক এসে
লিখে যায়।
No comments:
Post a Comment