![]() |
চিত্রঋণ : Pietro Lorenzetti |
মরমীয়া
মৃত্যুর ভেতর বসে
একজন আপেল কাটছে—
সে আপেল মরমী আরামদায়ক
তার বীজ অব্দি একটা মন
আটকে আছে
কেউ কাউকে দেখছে না
না বীজ মনকে না মন বীজকে—!
হাওয়ায় ধাক্কা লেগে মিশে যাচ্ছে ডোরা
ফলত বরফের মধ্যেই আটকে থাকলো
ভূয়সী বাঘের ডাক—
কোথাও, আপেল ফুলের হাওয়ায় মুহুর্মুহু কাঁপছে মরণ
একজন আপেল কাটছে—
সে আপেল মরমী আরামদায়ক
তার বীজ অব্দি একটা মন
আটকে আছে
কেউ কাউকে দেখছে না
না বীজ মনকে না মন বীজকে—!
হাওয়ায় ধাক্কা লেগে মিশে যাচ্ছে ডোরা
ফলত বরফের মধ্যেই আটকে থাকলো
ভূয়সী বাঘের ডাক—
কোথাও, আপেল ফুলের হাওয়ায় মুহুর্মুহু কাঁপছে মরণ
জুতা
শৈশবে আমার কোন জুতা ছিল না
শুধু মাপ ছিল পায়ের
ব্রিজের উপর থেকে যে মুখ ভেসে যায়
তখন দুপুরের নাইলন
দূরের ছাতিম গাছে ঝুলে থাকে তিরতির
কোথায় সেইসব পরিমিত নফস্
শিউলির বোঁটায় ফুটে থাকা সৌরবিভাব
তবে হে স্বরসন্ধির ফুল
কতখানি মুনাফিক হলে বায়ু
থামিয়ে দেয় জুতা, ঘরের বিদেশ
শৈশবে আমার কোন জুতা ছিল না
শুধু মাপ ছিল পায়ের
ব্রিজের উপর থেকে যে মুখ ভেসে যায়
তখন দুপুরের নাইলন
দূরের ছাতিম গাছে ঝুলে থাকে তিরতির
কোথায় সেইসব পরিমিত নফস্
শিউলির বোঁটায় ফুটে থাকা সৌরবিভাব
তবে হে স্বরসন্ধির ফুল
কতখানি মুনাফিক হলে বায়ু
থামিয়ে দেয় জুতা, ঘরের বিদেশ
সুন্দর
ReplyDeleteভাল।
ReplyDelete