চিত্রঋণ : philip nadel |
খোঁজ
কীভাবে যে ডাকো
জীবন, আজকাল
আর সাড়া দিতে পারিনা সবসময়
আর সাড়া দিতে পারিনা সবসময়
ডাক শুনে পিছু ফিরে
আমিও তাকাই,
ইতিউতি, এদিক-সেদিক
ইতিউতি, এদিক-সেদিক
চৌকাঠ পেরোতে
যাই----পায়ের দিকে চোখ পড়ে,
সেখানে অনেক শিকড়,
এক একটা শিকড় বড় মায়া।
এক একটা শিকড় বড় মায়া।
তারা সকলে এমন লাটাই
ধরেছে
যার সুতো নেই কোনও।
যার সুতো নেই কোনও।
এসব ছাড়িয়ে
যখন তোমার কাছে যাই,দরজায়
এসে কড়া নাড়ি
যখন তোমার কাছে যাই,দরজায়
এসে কড়া নাড়ি
দেখি প্রিয় কবিতারা
দাঁড়িয়ে----
অনেকটা আমার বাবার মতো।
ঝড়ের রাতে মেয়েটা এখনও
বাড়ি ফিরল না বলে
খালি পায়েই যে চলে আসে
বড় রাস্তায়।
No comments:
Post a Comment