।। বাক্ ১২৫।। সম্পাদকীয়।।





।। শারদ শুভেচ্ছা গ্রহণ করুন। বাক্‌এক দশকে পড়ল। দশ বছরের এই পথ, অনেক কিছুর সাক্ষী। অনেক কিছুই লেখার থাকে। সেইসব লেখা ভবিষ্যতের জন্য তোলা থাক। ভবিষ্যৎ একটা আশ্চর্য ধারণা। এক আশ্চর্য জনপদ। ভিনসেন্ট ভ্যান ঘগের নামে তার নামকরণ করা যায়। এটা নিশ্চয়ই জানেন, বেঁচে থাকা অবস্থায় ভ্যান ঘগের মাত্র একটি ছবিই বিক্রি হয়েছিল, তাও নামমাত্র মূল্যে। এটা কেন হয়? জাঁ লুক গোদারের নামেও একটা জনপদ হতে পারে ভবিষ্যতের গভীরে। একবার ইউটিউবে গিয়ে তাঁর কোনো সিনেমার তলায় দেখুন। ২০-২২টা লাইক দেখতে পাবেন। হিটসংখ্যা মেরেকেটে কয়েক হাজার। কোনো হলিউডি সিনেমার তলায় তার বহুগুণ হিট। কোনো কোরিয়ান অ্যাডাল্ট সিনেমার তলায় তার চেয়েও বহুগুণ হিট। এটা কেন হয়? এটা আমাদের বাংলা কবিতাতেও হচ্ছে। কী পেয়ে গেলেন উৎপলকুমার বসু, মণীন্দ্র গুপ্ত, স্বদেশ সেন, আলোক সরকার? জনসাধারণ তাঁদের নামই জানে না। কিছু লোক ফ্যাশনের কারণে তাঁদের নাম করেহ্যাঁ, কিছু লোক তাঁদের রক্তে নিয়ে বাঁচে। এটাই হয়। এটাই হবে। জনসাধারণ এটাই প্রমাণ করে, তারা সমকালীন হওয়ার যোগ্য নয়, বিবর্তন চলছে তাদের। এর মধ্যেই ঋতু পরিবর্তনও চলছে। আমরা আনন্দ করব এবার। শরৎ তার মুঠো খুলে ছড়িয়ে দিচ্ছে অরুণ আলো, হেরে যাচ্ছে ঝড় ও নিম্নচাপ।।

                                                                             অনুপম মুখোপাধ্যায়
                                                                             পরিচালক : বাক্‌